Ajker Patrika

শহীদ স্মরণে লাউয়াইতে স্মৃতি ফলক নির্মাণ

সিলেট সংবাদদাতা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ১০
শহীদ স্মরণে লাউয়াইতে স্মৃতি ফলক নির্মাণ

স্বাধীনতা যুদ্ধে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই এলাকার শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। গত বৃহস্পতিবার যুক্তরাজ্য টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হোসেনের উদ্যোগে নির্মিত স্মৃতি ফলক উদ্বোধন করা হয়।

এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণ করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবু তৈয়ব (তোফাজ্জাল করিম)। তিনি বলেন, ‘মহান বিজয়ের স্বপ্ন নিয়ে দীর্ঘ ৯ মাস প্রাণপণ চেষ্টা করে এক স্বাধীন দেশ উপহার দিয়েছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। তাঁদের সাহসী ভূমিকার কারণে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেশকে স্বাধীন করতে যুদ্ধ করেছেন তাদের মধ্যে দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই এলাকার অনেকই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান আখতার, সাইফুল আলম, রফিক উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিফতাহুল হোসেন সুইট, শহীদ ওসমান আলীর ছোট ভাই বিশিষ্ট আইনজীবী ওবাদুর রহমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, অ্যাডভোকেট আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আহমদ, সেবা সংঘের সাবেক সভাপতি নাজমুল ইসলাম খছরু, হারুনুর রশিদ সংগ্রাম, রেজাউল ইসলাম, আব্দুস সত্তার, সেলিম আহমদ, শাহাজাহান মিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত