Ajker Patrika

নির্বাচনী মহড়ার ভটভটি উল্টে নিহত ১, আহত ৭

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২: ১২
নির্বাচনী মহড়ার ভটভটি উল্টে নিহত ১, আহত ৭

নওগাঁর সাপাহারে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী মহড়ার একটি ভটভটি উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

গত রোববার রাত ৮টার দিকে উপজেলার ৫ নম্বর পাতাড়ী ইউনিয়নের জলশুকা-পাতাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সেতাবুর রহমান (৪৫)। তিনি উপজেলার বলদিয়াঘাট গ্রামের বাসিন্দা।

এ দুর্ঘটনায় আহতরা হলেন—পাতাড়ী ইউনিয়নের বুলদিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. বাবলা, বাছির আলী, জালাল উদ্দিন এবং জবই গ্রামের ভটভটিচালক ডলার হোসেন, বুলদিয়া গ্রামের নাজমুল হোসেন, শরিকুল ইসলাম ও ইয়াকুব হোসেন।

থানা-পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে পাতাড়ী ইউপির চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়। কর্মী-সমর্থকদের নিয়ে এ মহড়ার গাড়িবহর ইউনিয়নের জলশুকা-পাতাড়ীর মাঝামাঝি পৌঁছালে একটি চলন্ত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে খাদে পড়ে যায়।

এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আটজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেতাবুর রহমানের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বলেন, রাতে একটি ভটভটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত সাতজনের মধ্যে চারজন রাজশাহীতে এবং বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত