Ajker Patrika

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে সহায়তা

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ০২
Thumbnail image

বাগেরহাটের কচুয়ায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে মারা যাওয়া ছয় জেলের পরিবারকে আর্থিক ও খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। উপজেলার বগা প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহতদের স্বজনদের হাতে নগদ টাকা ও খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজরা সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা শিকদার কামরুল হাসান কচি, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিন নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার এবং বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময়ের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।

নিহত মো. শহিদুল ইসলামের পক্ষে অহিদা বেগম, মো. ইয়াকুব বাওয়ালীর পক্ষে কাকলী আক্তার, মো. মহিদুল ইসলামের পক্ষে মোর্শেদা বেগম, মো. আনোয়ার হোসেনের পক্ষে রাশিদা বেগম, মো. রুহুল আমিন হাওলাদারের পক্ষে মোসা. রুমিচা বেগম এবং নিখোঁজ আবু বক্কর মোল্লার পক্ষে লামিয়া বেগম এই সহায়তা নেন।

গত ৪ ফেব্রুয়ারি রাতে সাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের দুবলার শুঁটকিপল্লি এবং উপকূলীয় এলাকার অন্তত ২১টি ট্রলার ডুবে যায়।

গত বুধবার দুপুর পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উপজেলার বগা গ্রামের নিহত চারজন, আন্ধারমানিক এলাকার একজন এবং নিখোঁজ বগা এলাকার একজন সহায়তা পেয়েছেন। এখনো দুজন জেলে ও তিনটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত