Ajker Patrika

হিলিতে বুস্টার ডোজ দেওয়া শুরু

হিলি স্থলবন্দর প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১২: ৫৫
হিলিতে বুস্টার ডোজ দেওয়া শুরু

দিনাজপুরের হিলিতে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। তবে টিকা নিতে সাধারণ মানুষের মাঝে আগ্রহ কিছুটা কম লক্ষ করা গেছে। গতকাল বুধবার হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার বুথ থেকে বুস্টার ডোজ নেন মোবাইল ফোনে ম্যাসেজ পাওয়া মানুষেরা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার দাস বলেন, ‘হিলিতে আমরা করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছি, যা চলমান রয়েছে। আশা করছি, সফলভাবে এই প্রোগ্রাম এগিয়ে নিয়ে যেতে পারব।’

তিনি আরও বলেন, হিলিতে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৪ হাজার জনকে, যা মোট জনসংখ্যার ৪৮ ভাগ। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩৪ হাজার জনকে। দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করা ছয় মাস পার হয়েছে, তাঁদের মধ্যে ষাটোর্ধ্ব মানুষ ও সম্মুখসারির যোদ্ধাদের করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজের টিকাও দেওয়া হচ্ছে।

টিকার বুস্টার ডোজ দিতে আসা আরতি ধর বলেন, ‘হাসপাতালে এসেছি করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার জন্য, যাতে করে আমি নিরাপদ থাকতে পারি। বুস্টার ডোজ গ্রহণে কোনো সমস্যা হয়নি।’

টিকা দিতে আসা তোফাজ্জল হোসেন বলেন, ‘আজ আমি করোনার টিকার বুস্টার ডোজ গ্রহণ করলাম। এতে করে আমাকে আরও সুরক্ষিত মনে হচ্ছে। টিকার বুস্টার ডোজ দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাই, সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর আগে আমি করোনার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছি।’

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান, দেশের অন্য এলাকার মতো হিলিতেও করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। এই টিকা যাঁরা গ্রহণ করেছেন, তাঁরা সবাই সুস্থ আছেন। তিনি সবাইকে টিকা নিয়ে সুরক্ষিত থাকার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত