Ajker Patrika

চেক জালিয়াতি মামলার আসামি গ্রেপ্তার

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৫: ৩১
চেক জালিয়াতি মামলার আসামি গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত আসামি এনামুল হককে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে তাঁর নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

জানা গেছে, উপজেলার কালিদাসপুর গ্রামের বাসিন্দা ও আল্লাহর দান হোটেলের মালিক হাফিজুর রহমানের কাছ থেকে ২ বছর আগে জামজামি ইউনিয়নের ভদুয়া গ্রামের এনামুল হক ৬ লাখ টাকা ধার নেন। দীর্ঘদিন পার হয়ে গেলেও এনামুল হক টাকা ফেরত দেননি। অবশেষে কোনো উপায় না পেয়ে হাফিজুর রহমান আদালতের শরণাপন্ন হন। ইনামুল আদালতে হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত বৃহস্পতিবার আলমডাঙ্গা থানা-পুলিশ ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘চেকের মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত