Ajker Patrika

অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৯: ৪৪
অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ট্রাক্টরসহ এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন উপজেলার বহরা ইউনিয়নের সোনাইনদীর তীরবর্তী এলাকায় অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, অবৈধ ভাবে সোনাইনদীর তীর থেকে বালু উত্তোলন করে ট্রাকে করে পাচারের সময় জনি মিয়া নামে এক ব্যক্তিকে পুলিশের সহায়তায় আটক করা হয়। পরে বালু মহাল ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি মহল নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করছে। এতে করে এলাকার রাস্তাঘাট ও পরিবেশের ক্ষতি হচ্ছে। এ ছাড়া সোনাই নদীতে অনেকগুলো খনন যন্ত্র (ড্রেজার মেশিন) ব্যবহার করে বালু তোলা হচ্ছে। প্রশাসনের অভিযানের পর কিছুদিন বন্ধ থাকে, তারপর আবার শুরু হয় বালু উত্তোলন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত