Ajker Patrika

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকাদান ডিসেম্বরের মধ্যে

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ১৫
Thumbnail image

করোনাভাইরাস থেকে সুরক্ষায় দেশজুড়ে সরকারের টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে চলতি মাসের মধ্যেই বান্দরবানের ৪০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছিল। ইতিমধ্যে ৩৯ ভাগকে টিকা দেওয়া শেষ হয়েছে। তবে ডিসেম্বরের শেষ নাগাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এদিকে সরকার ঘোষিত ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চলছে বান্দরবানে । বর্তমানে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে পর্যাপ্ত করোনা সুরক্ষা টিকা মজুত রয়েছে বলে জানা গেছে। এই তথ্য নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানিয়েছেন, টিকার কোনো সমস্যা বা সংকট নেই।

সিভিল সার্জন জানান, বান্দরবানে ১২ বছরের ঊর্ধ্বের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। তিনি বলেন, বর্তমানে শুধু জেলা সদরে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা আজকের পত্রিকাকে বলেন, বান্দরবানে বর্তমানে পর্যাপ্ত করোনা সুরক্ষা টিকা মজুত রয়েছে। টিকা নিয়ে কোনো সংকট বা সমস্যা নেই। করোনা থেকে সুরক্ষায় তিনি সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, করোনা শেষ হয়ে গেছে এটা ভাবার সময় এখনো আসেনি। করোনা কিছুটা স্তিমিত। বর্তমানে করোনার নতুন ধরন পাওয়া গেছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে মাস্ক আহ্বানে জানান সিভিল সার্জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিন ছাত্রকে আটক করায় এসআই ক্লোজড, ওসির বিরুদ্ধে তদন্ত শুরু

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

থানায় হামলা করে আটকদের ছাড়িয়ে নিল ছাত্ররা, বদলির মুখে ওসি-এসআই

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত