Ajker Patrika

শৈলকুপায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

ঝিনাইদহ (শৈলকুপা) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪: ২৯
শৈলকুপায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও দলটির বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের ৫ জন আহত হয়েছেন। এ সময় ৩টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে ঘটনায় ৯৬ জনের নামে শৈলকুপা থানায় মামলা য়েছে। মামলাটি করেন সারুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান মামুন।

আহতদের মধ্যে আজিবর মেম্বর, আব্দুল আলিম, ফারুক ও বিপ্লব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সারুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুনের অভিযোগ, মঙ্গলবার দুপুরে তিনি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপর কর্মী–সমর্থকদের নিয়ে তিনি মোটরসাইকেলযোগে পুরাতন বাখরবার গ্রামে বাবার করব জিয়ারত শেষে কাতলাগাড়ী বাজার হয়ে শৈলকুপা ফিরছিলেন। কাতলাগাড়ী বাজার অতিক্রম করার সময় দলীয় মনোনয়ন বঞ্চিত জুলফিকার কায়সার টিপুর সমর্থকেরা হামলা চালিয়ে তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

মনোনয়ন বঞ্চিত জুলফিকার কায়সার টিপুর অভিযোগ, কাতলাগাড়ী বাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান মামুনের সমর্থকেরা। এ সময় তাঁর কয়েকজন কর্মী–সমর্থক আহত হন। এখন আবার নিরীহ মানুষের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। বিষয়টি দুঃখজনক।

এ বিষয়ে শৈলকুপা থানার উপপরিদর্শক আমিরুজ্জামান জানান, মঙ্গলবার কাতলাগাড়ী বাজারে তনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও গাড়িবহরে হামলার ঘটনায় ৯৬ জনের নামে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত