Ajker Patrika

মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১০: ২৮
মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

মাধবপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় আদার ইউনিয়নের কবিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার ফজল মিয়া তাঁর জমির ধান কাটার জন্য পাশের এলাকা থেকে ধান কাটার মেশিন নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে একই গ্রামের নাসির মিয়া তাঁকে বাধা দেন।

এ সময় ফজল মিয়া প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে একপর্যায়ে লাঠি সোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। সংঘর্ষে নারী পুরুষসহ ২০ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কয়েকজনকে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর ও হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত