Ajker Patrika

বিজয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত!

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ৩৪
Thumbnail image

মহান বিজয় দিবসের দিন গতকাল বৃহস্পতিবার জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে পীরগঞ্জের ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বিজয়ের সুবর্ণজয়ন্তীর আনন্দঘন মুহূর্তে মাদ্রাসায় পতাকা অর্ধনমিত করে দেশ ও পতাকার অবমাননা করা হয়েছে। এটি খুবই দুঃখজনক।

গতকাল মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানের মাঠে একটি বাঁশের মাঝখানে জাতীয় পতাকা ঝুলছে।

এ ব্যাপারে বড়আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হাফিজার রহমান ছেলিম বলেন, ‘এটি জাতীয় পতাকা অবমাননার শামিল। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।’

তবে মাদ্রাসার সুপার নজরুল ইসলাম দাবি করেন, পতাকার বাঁশটি নতুন এবং তিনি বাঁশের আগা কাটার জন্য পিয়নকে বলেছিলেন। কিন্তু পিয়ন আগা না কেটেই পতাকাটি ওই বাঁশের মাঝামাঝি বেঁধে উত্তোলন করেছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মণ্ডল বলেন, ‘বিষয়টি আমি লোকমুখে জেনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত