Ajker Patrika

মাধবপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৭: ৫৩
মাধবপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জের মাধবপুর পৌর হাটের সরকারি পুকুরপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহামেদ এ অভিযানে নেতৃত্ব দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম মঈন বলেন, এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পুকুরটি সংস্কার করে একটি পার্ক করার প্রকল্প গ্রহণ করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বলেন, একসময় মাধবপুর বাজারের এই পুকুরটি দৃষ্টিনন্দন ছিল। পুকুরে গোসল করত স্থানীয় বাসিন্দারা। তবে ময়লা–আবর্জনা ও কচুরিপানায় পুকুরটি ভরাট হয়ে যায়। এ সুযোগে পুকুরপাড় অবৈধভাবে দখল করে একটি চক্র। এর মধ্যে অনেকই পুকুরপাড় দখলে করে গড়ে তোলেন ইমারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত