Ajker Patrika

৯ ইউপিতে ৫৮৪ জনের মনোনয়নপত্র দাখিল

বুড়িচং প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৫: ০৫
৯ ইউপিতে ৫৮৪ জনের মনোনয়নপত্র দাখিল

বুড়িচং উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৫৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার মনোনয়নপত্র জমার শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসে এ মনোনয়নপত্র জমা দেন।

এসব প্রার্থীর মধ্যে রাজাপুর ইউপিতে চেয়ারম্যান পদে ১৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে বাকশীমুল ইউপিতে চেয়ারম্যান পদে ১৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন; বুড়িচং সদর ইউপিতে চেয়ারম্যান ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন; ষোলনলে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য ৪৯ জন; পীরযাত্রাপুর ইউপিতে চেয়ারম্যান ১০, সংরক্ষিত নারী সদস্য ১২ ও সাধারণ সদস্য ৪২ জন; ময়নামতিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য ৪৬ জন; মোকামে চেয়ারম্যান পদে ৭, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য ৫১ জন; ভারেল্লা উত্তরে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৪; ভারেল্লা দক্ষিণ ইউপিতে চেয়ারম্যান পদে ১৩ জন, সংরক্ষিত নারী সদস্য ১২ জন ও সাধারণ সদস্য ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি উপজেলার ৯ ইউপিতে ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী ১২ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৫ জানুয়ারি। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, নির্বাচন বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৯ ইউপির ১০৩টি কেন্দ্র ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত