Ajker Patrika

বিভিন্ন কর্মসূচিতে রহনপুর মুক্ত দিবস পালিত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৮
Thumbnail image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সকালে রহনপুর মুক্ত দিবস উদ্‌যাপন কমিটির আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভ থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। রহনপুর মুক্ত দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত