Ajker Patrika

কলেজছাত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২২, ১৩: ০৪
কলেজছাত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত দশটার দিকে তাঁকে আটক করা হয়।

আটক মো. আউয়াল মিয়া (৩৮) পেশায় একজন চা বিক্রেতা। তিনি উপজেলার জয়কা ইউনিয়নের খোজারগাঁও গ্রামের বাসিন্দা। গুনধর ইউনিয়নের পানাহার বারুক বাজারে আউয়ালের চায়ের দোকান রয়েছে। সেখান থেকেই তাঁকে আটক করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী পারিবার সূত্রে জানা গেছে, একাধিক সন্তানের বাবা আউয়ালের দুই স্ত্রী রয়েছে। তাঁর এক ছেলে বিবাহিত। এদিকে ওই ছাত্রী ঢাকার একটি কলেজে পড়ালেখা করেন। ঈদে বাড়িতে এলে চা বিক্রেতা আউয়াল তাঁকে উত্ত্যক্ত করেন। একপর্যায়ে ওই ছাত্রীর ছবির সঙ্গে নিজের ছবি জোড়া লাগিয়ে ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেন।

এ ঘটনায় ওই ছাত্রী গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন। ইউএনও পলাশ কুমার বসু বিষয়টি করিমগঞ্জ থানা-পুলিশকে জানালে পুলিশ আউয়াল মিয়াকে আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, আউয়াল মিয়াকে রাতে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাঁর মোবাইল পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত