Ajker Patrika

ভোটের সংঘাতে নিহত ১

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৯: ৪২
ভোটের সংঘাতে নিহত ১

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চতুর্থ ধাপের উত্তাপ কাটতে না কাটতেই পঞ্চম ধাপের নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় ঝিনাইদহের শৈলকুপায় একজন নিহত হয়েছেন। উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি বাজার এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। এ ছাড়া গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার রাত পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় হামলা-সংঘর্ষসহ নানা ঘটনায় শতাধিক আহত হয়েছেন।

শৈলকুপায় নিহত ব্যক্তির নাম হারান মণ্ডল (৭০)। তিনি ইউনিয়নের কৃত্তিনগর আবাসনের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি বাজারের আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েক দিন ধরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর জুলফিকার কায়সারের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে গতকাল সন্ধ্যায় কাতলাগাড়ি বাজারে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হারান মণ্ডল নিহত ও সাতজন আহত হন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সারুটিয়া ইউনিয়নে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে ভোলা সদরের শিবপুর ইউনিয়নে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে গতকাল দুই চেয়ারম্যান প্রার্থী শরীফ আমিনুল ইসলাম ও আলমগীর শরীফের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মানিকগঞ্জের হরিরামপুরের আজিমনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আরব আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের নিগুয়ারী ইউনিয়নে মাখল গোদারাঘাট এলাকায় বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের প্রার্থী মো. তাজুল ইসলাম মৃধার সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী মো. হাদিউল ইসলামের সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া যশোরের কেশবপুরের সুফলাকাটি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এস এম মঞ্জুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় মঞ্জুরসহ কমপক্ষে আটজন আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত