Ajker Patrika

নিরুপায় হয়ে ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নিরুপায় হয়ে ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কার

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১১০ কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে বেহাল। এর মধ্যে তামান্না সিনেমা হল থেকে ওয়াপদা মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এ সড়ক দিয়ে চলাচল করতে স্থানীয় বাসিন্দাদের অসহনীয় কষ্ট হয়। 

এলাকাবাসীর দাবি, তাঁরা দীর্ঘদিন থেকে পৌর মেয়রের কাছে এ সড়ক উন্নয়নে দাবি জানিয়ে আসছেন। কিন্তু  সড়কটির সংস্কার হয়নি। তাই ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করছেন তাঁরা।

গতকাল মঙ্গলবার সরেজমিনে ওই সড়কের গোলাহাট এলাকায় গিয়ে দেখা যায়, পিকআপ ভ্যানে করে আনা হচ্ছে ইটের খোয়া, বালু আর মাটি। সড়কটির সৃষ্ট বড় বড় গর্তে কেউ খোয়া দিচ্ছেন, কেউ মাটি ভরাট করছেন, কেউ হাতুড়ি দিয়ে খোয়াগুলোকে সমান করছেন। সবাই স্বেচ্ছাশ্রমে আপন মনে সড়ক সংস্কার কাজে মগ্ন। উদ্দেশ্য পবিত্র রমজানে অন্তত পথচারী ও যাত্রীরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

সড়ক সংস্কারের উদ্যোক্তা সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র হিটলার চৌধুরী ভলু বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী মানববন্ধন, প্রতীকী অনশনের মতো আন্দোলনও করেছে। কিন্তু সংস্কার হয়নি। তাই এলাকার মানুষকে একত্র করে রাস্তা সংস্কারের প্রস্তাব দিলে সবাই রাজি হয়ে যান। সবাই স্বেচ্ছাশ্রমে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি, বড় বড় গর্ত ভরাটের চেষ্টা করছি মাত্র।’ 

সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, ‘আমি প্রথমবারের মতো নির্বাচিত হয়েছি।  কিন্তু রাস্তাঘাটের সমস্যা দীর্ঘদিনের। বরাদ্দের জন্য আবেদন করেছি। বরাদ্দ পেলেই সড়কগুলোর সংস্কার করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত