Ajker Patrika

সালথায় ভিজিডির চালে ভেজাল, আটক ২

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৫: ৩১
সালথায় ভিজিডির চালে ভেজাল, আটক ২

ফরিদপুরেরা সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে ভিজিডির চালে ভেজাল দেওয়ায় দুজনকে আটক করেছে সালথা উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। পরে শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন চাল সরবরাহের কাজে নিয়োজিত প্রতিষ্ঠান বিকাশ এগ্রো ফুড লিমিটেডের ম্যানেজার সন্দিপ কুমার দাস (৩৪) ও ফোরম্যান রোমান সরদার (৩৩)।

জানা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নে ২৮২টি ভিজিডি কার্ডের মাধ্যমে দুস্থ নারীদের পুষ্টি উন্নয়নের চাল বিতরণ করে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। তবে সরকারি চালের বদলে নিম্নমানের ও ভেজাল মেশানো চাল দেওয়া হয়েছে অভিযোগ পাওয়া যায়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তাছলিমা আক্তার সোনাপুর ইউনিয়ন পরিষদে যান। সেখানে সরকারি গুদামের চাল ও বিকাশ এগ্রো ফুড লিমিটেডের সরবরাহ করা চালে কোনো মিল ছিল না। এ বিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার ও কর্মচারীর সদুত্তর না পাওয়ায় তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে বিকাশ এগ্রো ফুড লিমিটেডের পরিচালক বিজন সাহা বলেন, ‘আমাদের যে অর্ডার ছিল, আমরা সেভাবেই চাল দিয়েছি। যারা রিসিভ করেছে তারা কেন বুঝে নেয়নি। এখন অন্যায়ভাবে আমাদের ফাঁসানো হয়েছে।’

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুজ্জামান বলেন, ‘এই ঘটনায় মামলা হয়েছে। আসামিদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাছলিমা আক্তার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত