Ajker Patrika

ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৬
ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত

নরসিংদীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক ও পলাশে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক কিশোর এবং পলাশের খিলপাড়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির মাদ্রাসাছাত্রী রয়েছেন।

গতকাল শনিবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টার মধ্যে তাঁদের দুজনের লাশ উদ্ধার করা হয়। রায়পুরার মেথিকান্দায় ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের আনুমানিক বয়স ২৫ বছর। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন পায়। সেই সূত্র ধরে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের নাম অপু ভৌমিক। তাঁর বাড়ি কুমিল্লায়। অন্যদিকে পলাশের ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় নিহত ওই কিশোরের বয়স আনুমানিক ১৭। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

রেলওয়ে পুলিশের ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘোড়াশাল রেলস্টেশন-সংলগ্ন স্থানে গতকাল রাত ১২টার পর থেকে আজ সকাল ৬টার মধ্যে ওই দুর্ঘটনা ঘটে। ওই সময়ের মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেন তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়। এতে তাঁর মাথা থেঁতলে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। শনিবার সকালে স্থানীয় কয়েকজন রেললাইন ধরে চলাচলের সময় তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। ঘোড়াশাল রেলস্টেশনের মাস্টার গোলাম মোস্তফার মাধ্যমে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে যান। পরে ওই কিশোরের লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

অন্যদিকে কিশোরের লাশ উদ্ধারের পরপরই রায়পুরার মেথিকান্দা রেলস্টেশন-সংলগ্ন নির্জন স্থানে আরও এক যুবকের ট্রেনে কাটা লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে তাঁর দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়ে মাথা থেঁতলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় কয়েকজন রেললাইন ধরে চলাচলের সময় তাঁর লাশ পড়ে থাকতে দেখে মেথিকান্দা রেলস্টেশনের মাস্টার হেলাল হোসেন ভূঁইয়াকে বিষয়টি জানান। তাঁর মাধ্যমে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে ইমায়েদুল জাহেদী তাঁর লাশ উদ্ধার করেন।

পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার লাশ নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। অন্যদিকে সকালে ঘোড়াশাল প্রাণ-আরএফএল পাবলিক স্কুল থেকে মিথিলা আক্তার নামে এক মাদ্রাসাছাত্রী করোনার টিকা নিয়ে ফেরার পথে রেললাইন ধরে হাঁটার সময় ঢাকাগামী উপকূল ট্রেনের ধাক্কায় আহত হয়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত