Ajker Patrika

নৌকার প্রার্থীর প্রচার বহরে হামলা, আহত ৭

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৪
নৌকার প্রার্থীর প্রচার বহরে হামলা, আহত ৭

ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীর মোটরসাইকেল বহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৯টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উমেদপুর ইউনিয়নের রয়েড়া বাজারে এই ঘটনা ঘটে। নৌকা প্রার্থীর অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীর কর্মী–সমর্থকেরা এ হামলা চালিয়েছেন।

নৌকার চেয়ারম্যান প্রার্থী সাবদার হোসেন বলেন, শান্তিপূর্ণ মোটরসাইকেল বহর নিয়ে জনসংযোগের জন্য বের হই। ইউনিয়নের রয়েড়া বাজারে পৌঁছালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা হত্যার উদ্দেশ্যে আমার সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা আমার কর্মী সমর্থকদের ৯টি মোটরসাইকেল ভাঙচুর ও পুড়িয়ে দেয়। ন্যক্কারজনক এ কাজের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।

অভিযুক্ত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ওই এলাকার পরিবেশ শান্ত আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত