Ajker Patrika

দুই বছর আগে নিরুদ্দেশ হন শৈলকুপার কাওসার

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
দুই বছর আগে নিরুদ্দেশ হন শৈলকুপার কাওসার

বান্দরবানের গত শুক্রবার জঙ্গিবিরোধী অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও জামায়াতুল আনসারের ১০ সদস্যকে আটক করে র‍্যাব। এদের মধ্যে আটক কাওসার আহমেদ ওরফে শিশিরের (৪৬) বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হারুনদিয়া গ্রামে।

রেজমিনে তাঁর বাড়িতে গিয়ে জানা যায়, ৩ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি বড়। পারিবারিক সূত্র জানায়, আনুমানিক ২ বছর আগে কাওসার নিরুদ্দেশ হন। এ ব্যাপারে পরিবারের সদস্যরা শৈলকুপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে কাওসারের ছবি না থাকায় থানা-পুলিশ জিডি গ্রহণ করেনি। তাঁর পরিবারের সদস্যরা স্থানীয় সংবাদ কর্মীদের মাধ্যমে তাঁর আটকের খবর জানতে পারে।

বাড়িতে তাঁর মা, ছোট ভাই এবং স্ত্রী-সন্তান বসবাস করেন। নিরুদ্দেশ থাকার সময় তিনি পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে তিনি আর পরীক্ষায় অংশগ্রহণ না করে প্রথম দিকে ঢাকায় একটি গার্মেন্টস এ চাকরি করতেন।

পরবর্তীতে এলাকায় ফিরে এসে স্থানীয় গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডে একটি ঘর ভাড়া নিয়ে প্রথমে লেপ-তোশকের ব্যবসা শুরু করেন এবং পরে কিছুদিন মোবাইল ফোনের ব্যবসা করেন। অনেকেই ধারণা করেছিল তিনি হয়তো বেঁচে নেই। তবে তাঁর জঙ্গি সম্পৃক্ততা এলাকাবাসী বিস্মিত।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, র‍্যাবের অভিযানে আটক জামাতুল আনছারের সদস্য কাওছার ওরফে শিশিরের বাড়ি শৈলকুপার হারুনদিয়া গ্রামে। তাঁকে নিয়ে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত