Ajker Patrika

সেই প্রিসাইডিং কর্মকর্তা এক দিনের রিমান্ডে

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৪: ২৮
সেই প্রিসাইডিং কর্মকর্তা এক দিনের রিমান্ডে

নির্বাচনের ফলাফল পাল্টানোর অভিযোগে গ্রেপ্তার প্রিসাইডিং কর্মকর্তা কে এম আবদুল্লাহ আল জসিমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে শেরপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ এই রিমান্ড মঞ্জুর করেন।

শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণিশিমুল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফল পরিবর্তন করেন তিনি।

পরে গত ২৭ ডিসেম্বর রাতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউল হক বাদী হয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নির্বাচনী ফলাফল পাল্টানোর চেষ্টার অভিযোগে ওই প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত জসিম উপজেলার কাকিলাকুড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার পদার্থ বিজ্ঞানের প্রভাষক। বাড়ি উপজেলার শঙ্করঘোষ গ্রামে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কে এম আব্দুল্লাহ আল জসিম উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। গত রোববার সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হওয়ার পর ভোট গণনা শেষে তিনি ওই কেন্দ্রের সংশ্লিষ্ট প্রার্থী ও অন্যান্য কর্মকর্তাদের নির্বাচনী ফলাফল শিট বিতরণ করেন। এরপর রোববার সন্ধ্যায় তিনি উপজেলা পরিষদের হল রুমে স্থাপিত নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষে আসেন এবং চেয়ারম্যান প্রার্থীদের ফলাফল শিট জমা দেন। কিন্তু ওই ফলাফল শিটটি ঘষামাজা করা এবং কেন্দ্রে বিতরণ করা ফলাফল শিটের সঙ্গে গরমিল ছিল। বিষয়টি নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের নজরে আসার পরপরই তিনি নিয়ন্ত্রণ কক্ষ থেকে পালিয়ে যান। পরে রোববার মধ্যরাতে পুলিশ ওই প্রিসাইডিং অফিসারকে আটক করে। প্রাথমিকভাবে তিনি নির্বাচনী ফলাফল শিটটিতে ‘টেম্পারিং’ করার কথা স্বীকার করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, গ্রেপ্তার প্রিসাইডিং অফিসারকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত একদিনের মঞ্জুর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত