Ajker Patrika

ট্রেনের যাত্রী থেকে জনগণের নেত্রী

ট্রেনের যাত্রী থেকে জনগণের নেত্রী

মেয়েটির নাম মিনু। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাসিন্দা মিনুকে কর্মসূত্রে কলকাতা শহরে আসতে হয়। মুখ্যমন্ত্রীর বাড়িতে পরিচারিকার কাজ করেন তিনি। মিনু সৎ, সাহসী ও নিষ্ঠাবান। সব সময় সত্যের পথে চলতে পছন্দ করে। নেতৃত্বদানের অসম্ভব ক্ষমতা রয়েছে মিনুর।

একদিন লোকাল ট্রেনে বসে সবার সঙ্গে গল্প করছিল মিনু। এর মধ্যে এক ছেলে ও মেয়ে আসে তাঁর কাছে। তাদের চোখমুখে আতঙ্ক। জানায়, ভিন্ন জাতের হওয়ায় তাদের সম্পর্ক মেনে নিচ্ছে না পরিবার। বাধ্য হয়ে পালিয়েছে তারা। তাদের মারতে পিছু নিয়েছে গুন্ডাবাহিনী। সব শুনে মিনু বলে, ‘ভালোবাসায় আবার জাতপাত কী রে! চল তো দেখি!’ তারপর মিনু রেলস্টেশনের দোকানদার থেকে শুরু করে ঝাড়ুদার—সবাইকে ডেকে একজোট করে। গুন্ডাদের মুখোমুখি হয়। ভয় পেয়ে পালিয়ে যায় গুন্ডারা। এই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেন, ‘তোমরা সবাই মিলিয়ে নিয়ো, এই মিনু একদিন অনেক বড় জননেত্রী হবে।’

এমন গল্প নিয়ে সোমবার থেকে কালারস বাংলায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘ক্যানিং-এর মিনু’। মূল চরিত্রে অভিনয় করছেন দিয়া বসু। এর আগে ‘জীবন সাথী’ ধারাবাহিকে প্রিয়ম চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। মিনু নিজের সাহস আর জেদকে সঙ্গী করে জননেত্রী হয়ে উঠবে কি না, সেটাই দেখা যাবে ক্যানিং-এর মিনু সিরিয়ালে।

সিরিয়াল: ক্যানিং-এর মিনু
অভিনয়ে: দিয়া বসু, দীপংকর দে, সায়ন মুখোপাধ্যায় প্রমুখ
চ্যানেল: কালারস বাংলা
প্রচার: প্রতিদিন রাত ৯টা (বাংলাদেশ সময়)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত