Ajker Patrika

নৌকার প্রার্থীর অফিসে হামলার অভিযোগ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৫: ২৪
Thumbnail image

চাঁদপুরের কচুয়া উপজেলায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ক্যাম্পে হামলার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার মধ্যরাতে ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউপির আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেনের নির্বাচনী ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।

চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেন বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে আমার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সন্ত্রাসী বাহিনী দিয়ে রাতে আমার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করে।’

ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন বলেন, ‘আমাদের নির্বাচনী অফিসে সোমবার মধ্যরাতে দেশীয় অস্ত্র দিয়ে ভাঙচুর করে। দরজা ভেঙে অফিসে প্রবেশ করে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত নির্বাচনী প্রচারণার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। অফিসের চেয়ার টেবিল ভেঙে পুকুরে ফেলে দিয়েছে। তা ছাড়া আমাদের দুটি সাউন্ড সিস্টেম ভাঙচুর করে ও নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত দুই সেট মাইক নিয়ে গেছে।’

সংবাদ পেয়ে কচুয়া থানার এস. আই সুদিপ্ত শাহীন ও এস. আই দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। উভয় পক্ষকে সহিংসতা এড়িয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দেন তারা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী বলেন, ‘আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ দিকে আওয়ামী লীগের বহিষ্কৃত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুস সামাদ আজাদ বলেন, ‘তাঁরা নিজেরাই তাদের অফিস ভাঙচুর করে আমার কর্মীদের মারধর করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত