Ajker Patrika

‘একটি মহল সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে চায়’

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩: ০৪
Thumbnail image

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হলেও একটি মহল সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে চায় বলে মন্তব্য করেছেন সাংসদ এইচ এন আশিকুর রহমান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আশিকুর গতকাল শুক্রবার মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন। এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

স্থানীয় সাংসদ আশিকুর বলেন, বিশ্বের কোনো দেশে একসঙ্গে এত মসজিদ নির্মাণ করা হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসঙ্গে ৫৫০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন। ইতিপূর্বে কোনো সরকার এত টাকা ব্যয়ে একটি মসজিদও নির্মাণ করতে পারেনি।

আশিকুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু একটি মহল সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে উন্নয়ন ও শান্তিময় অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। তিনি গুজব সন্ত্রাসীদের সম্পর্কে সজাগ থাকার কথা বলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত