Ajker Patrika

ছোটমণি নিবাসে ঠাঁই হলো নবজাতকটির

হবিগঞ্জ প্রতিনিধি
ছোটমণি নিবাসে ঠাঁই হলো নবজাতকটির

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মহাসড়কের পাশে মানসিক ভারসাম্যহীন নারীর প্রসব করা নবজাতকটির ঠাঁই হলো সিলেট ছোটমণি নিবাসে। গত সোমবার নবজাতকটির ঠিকানা নির্ধারণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়। রাত আটটার দিকে আদালত তাকে সিলেট ছোটমণি নিবাসে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মাকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগে ভর্তি করানোর নির্দেশ দেন আদালত।

এর আগে গত রোববার বেলা একটার দিকে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এক মানসিক ভারসাম্যহীন নারী নবজাতকটি প্রসব করেন। এ সময় স্বাস্থ্যের যুগ্ম সচিবসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রসবের পর মা ও নবজাতকের ঠাঁই হয় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে রেজিস্টার খাতায় শিশুটিকে ‘অজ্ঞাত’ হিসেবে লিপিবদ্ধ করা হয়।

হবিগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী বলেন, নবজাতকটির মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁর সম্পর্কে কিছুই জানা যায়নি। আবার নবজাতকটির পিতৃপরিচয়ও নেই। তাই তাকে সিলেটের ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে এবং মাকে  চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ আদালতের বিচারক।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত