Ajker Patrika

শৈলকুপায় মণ্ডপে মণ্ডপে পুলিশের নিরাপত্তা জোরদার

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
শৈলকুপায় মণ্ডপে মণ্ডপে পুলিশের নিরাপত্তা জোরদার

শারদীয় দুর্গা পূজাকে ঘিরে ঝিনাইদহের শৈলকুপায় মণ্ডপে মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। আগামী ১ অক্টোবর শুরু হবে এই উৎসব। এবার উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১২৭টি মণ্ডপে পূজা হবে।

পূজার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা কাজ করছে। এখন পর্যন্ত উপজেলায় পূজা কেন্দ্রিক কোনো অঘটন ঘটেনি বলে পূজা উদ্‌যাপন কমিটি সূত্রে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা রাতে দিনে মণ্ডপে পাহারা দিচ্ছেন। সেই সঙ্গে শৈলকুপা থানা-পুলিশ টহল জোরজার রেখেছে। সঙ্গে রয়েছে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও। আবার স্বেচ্ছাসেবকেরা রাত জেগে পাহারা দিচ্ছে।  

উপজেলার কবিরপুর পূজা মণ্ডপ উদ্‌যাপন কমিটির সভাপতি ফটুক সাহা বলেন, ‘প্রতিমা তৈরির কাজ শেষ। এখন চলছে রঙের কাজ। এবার প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে। আশা করি কোনো সমস্যা ছাড়াই আমরা নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করব।’

শৈলকুপা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সনদ কুমার সাহা বলেন, এবার উপজেলায় ১২৭টি মণ্ডপে পূজা উদ্‌যাপন হবে। অন্যান্য বছরের তুলনায় এবারে মণ্ডপে মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘প্রত্যেকটা মণ্ডপ বিট অফিসারদের নজরদারিতে রয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে। আশা করি সুন্দর পরিবেশে এবারের পূজা উদ্‌যাপন হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত