Ajker Patrika

মজুরি বাড়ানোর পর ফের কাজ শুরু শ্রমিকদের

পঞ্চগড় ও তেঁতুলিয়া প্রতিনিধি
মজুরি বাড়ানোর পর ফের কাজ শুরু শ্রমিকদের

পঞ্চগড়ে তিন দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার থেকে শ্রমিকেরা কাজ শুরু করেছেন। এখন থেকে শ্রমিকেরা প্রতি ঘনফুট পাথর-বালু ওঠানো-নামানোর কাজ করে ৩ টাকা ৯০ পয়সা করে পাচ্ছেন। এর আগে কোনো সিদ্ধান্ত ছাড়াই শ্রমিকেরা বেশি মজুরি নেওয়ায় ব্যবসায়ীরা গত শনিবার থেকে পাথর-বালু বেচাকেনা বন্ধ রাখেন। এতে সংশ্লিষ্ট শ্রমিকেরা বেকার হয়ে পড়েন।

গত সোমবার রাতে তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে পঞ্চগড় জেলা পাথর-বালু ব্যবসায়ী যৌথ ফেডারেশন, জেলা ট্রাক ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নসহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে শ্রমিকদের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় পাথর-বালু ওঠানো-নামানোর কাজে প্রতি ঘনফুটে ১ টাকা ১০ পয়সা বাড়িয়ে ৩ টাকা ৯০ পয়সা ও ১০ চাকার ট্রাকে পাথর-বালু ওঠানোর মজুরি ধরা হয়েছে ২ হাজার ২০০ টাকা।

এর আগে গত সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পাথর-বালু ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে সভা হয়। ওই সভায় জেলা প্রশাসক জহরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আনোয়ার সাদাত সম্রাটকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়। ওই কমিটি সোমবার রাতে পাথর-বালু ব্যবসায়ী ও শ্রমিকনেতাদের নিয়ে ওই সভা করে।

জানা গেছে, আগে প্রতি ঘনফুট পাথর-বালু ওঠানো-নামানোতে ২ টাকা ৮০ পয়সা এবং ১০ চাকার ট্রাকে খরচ হতো ২ হাজার টাকা। গত শুক্রবার থেকে প্রতি ঘনফুট পাথর-বালু ওঠানো-নামানো বাবদ ৪ টাকা দাবি করেন শ্রমিকেরা। এর প্রতিবাদে পাথর-বালু ব্যবসায়ীরা পরদিন শনিবার থেকে পাথর-বালু বেচাকেনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখেন।

জেলা ট্রাক ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা ১০ আগস্ট পাথর-বালু ওঠানো-নামানোর মজুরি বাড়ানোর জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন। কিন্তু জেলা প্রশাসকের থেকে সিদ্ধান্ত আসার আগেই শ্রমিকেরা ব্যবসায়ীদের কাছ থেকে ২ টাকা ৮০ পয়সার বিপরীতে ৪ টাকা করে আদায় করা শুরু করেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা বেচাকেনা বন্ধ করলে ১৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত