Ajker Patrika

মধ্যনগরে সম্প্রীতির বন্ধনে সমাবেশ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭: ১৫
মধ্যনগরে সম্প্রীতির বন্ধনে সমাবেশ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সাম্প্রদায়িক সন্ত্রাস ও মৌলবাদ অপশক্তি বন্ধে সম্প্রীতি শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে সম্প্রীতির বন্ধনে এ শোভাযাত্রাটি হয়।

মধ্যনগর বাজার শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বাজার প্রদক্ষিণ করে আবার ওই স্থানে সমাবেশ হয়।

এতে বক্তব্য দেন- সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীর বিজয় তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার, বাজার বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত