Ajker Patrika

বিক্ষিপ্ত সংঘর্ষ, জাল ভোট, জেল জরিমানা

কুমিল্লা, বুড়িচং ও দেবিদ্বার প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৪
বিক্ষিপ্ত সংঘর্ষ, জাল ভোট, জেল জরিমানা

কুমিল্লার বুড়িচং ও দেবিদ্বার উপজেলার ২৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ২৩টিতে বিক্ষিপ্ত সংঘর্ষ, জাল ভোট ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। নির্বাচনকে কেন্দ্র করে আটক ও জেলা-জরিমানা করা হয়েছে। এদিকে ভোট গ্রহণের ১০ ঘণ্টা আগে এক চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর ঘটনায় বানী ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে।

বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নে জাল ভোট দেওয়ার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রিপন সরকার বলেন, ওই চার যুবক কেন্দ্রে এসে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের আটক করে। পরে জরিমানা করা হয়। ভারেল্লা ইউনিয়নের পশ্চিম সিংহ রহমত ভূঁইয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে ১ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আবার ছয়গ্রামে ইউনিয়নের ছয়গ্রাম উচ্চবিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের অভিযোগে সাতজনকে আটক করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন।

এদিকে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউপির এক প্রার্থীর সমর্থককে ৩৯ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয়। এ সময় তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুভাশীষ ঘোষ বলেন, ‘আটক ব্যক্তি ভোট কেনার চেষ্টা করছিলেন। এ জন্য তাঁদের দণ্ড দেওয়া হয়।

একই উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী মো. নুরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। বরকামতা ইউনিয়নের নবিয়াবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে গতকাল তিনি একাধিক লোকজন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় তাঁকে এ জরিমানা করা হয়।

এদিকে দায়িত্ব অবহেলার অভিযোগে দেবিদ্বার এলহাবাদ ইউনিয়নে মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. জাকারিয়া ও এজেন্ট আক্তার হোসেনকে প্রত্যাহার করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘দুই উপজেলার ২৩ ইউপির নির্বাচনে কোনো প্রকার বিশৃঙ্খলা ও সহিংসতা ছাড়াই অবাধ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুন্দর নির্বাচনে সহযোগিতা করাই সবাইকে ধন্যবাদ জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত