নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ রোববার। সাড়ে চার বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন ঘিরে উৎসবের আমেজ বইছে উপজেলাজুড়ে। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দলের কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোর পাশাপাশি সম্মেলনের সাফল্য কামনা করে ঝোলানো হয়েছে ব্যানার-ফেস্টুন।
আজ রোববার মহাদেবপুর মডেল উচ্চবিদ্যালয় মাঠে সকাল ১০টায় এই সম্মেলন শুরু হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল মালেকের সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ ছাড়া প্রধান বক্তা থাকবেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা ও সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম।
তৃণমূলের নেতা-কর্মীরা বলছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মহাদেবপুরের এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই উপজেলায় নৌকা প্রতীককে বিজয়ী করতে সহায়তা করবে এই কমিটি। তাঁদের আশা, এ অবস্থায় মহাদেবপুরকে একটি যোগ্য ও সবার কাছে গ্রহণযোগ্য কমিটি উপহার দেবেন প্রধানমন্ত্রী।
সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি ও স্থানীয় সাংসদ ছলিম উদ্দিন তরফদার, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন ব্যাপক প্রচার চালিয়েছেন। সভাপতি ও সম্পাদক পদে অন্য কারও প্রচার লক্ষ্য করা যায়নি। এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে বাবুল চন্দ্র ঘোষ, সাংগঠনিক পদে ইমদাদুল হক, রায়হানুল ইসলাম লুসা, আনোয়ার হোসেন প্রচার চালিয়েছেন। এখন পর্যন্ত তাঁদের ছাড়া অন্য কারও ব্যানার, ফেস্টুন ও তোরণ দেখা যায়নি।
তবে সব ছাপিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা হচ্ছে কার হাতে যাচ্ছে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগ। এ নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ সফলভাবে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন করতে আমরা বদ্ধপরিকর। সমঝোতা না হলে কাউন্সিলরদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচিত হবে। সম্মেলনে ১৪১ জন কাউন্সিলর ভোট দেবেন।’
নওগাঁর মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ রোববার। সাড়ে চার বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন ঘিরে উৎসবের আমেজ বইছে উপজেলাজুড়ে। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দলের কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোর পাশাপাশি সম্মেলনের সাফল্য কামনা করে ঝোলানো হয়েছে ব্যানার-ফেস্টুন।
আজ রোববার মহাদেবপুর মডেল উচ্চবিদ্যালয় মাঠে সকাল ১০টায় এই সম্মেলন শুরু হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল মালেকের সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ ছাড়া প্রধান বক্তা থাকবেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা ও সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম।
তৃণমূলের নেতা-কর্মীরা বলছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মহাদেবপুরের এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই উপজেলায় নৌকা প্রতীককে বিজয়ী করতে সহায়তা করবে এই কমিটি। তাঁদের আশা, এ অবস্থায় মহাদেবপুরকে একটি যোগ্য ও সবার কাছে গ্রহণযোগ্য কমিটি উপহার দেবেন প্রধানমন্ত্রী।
সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি ও স্থানীয় সাংসদ ছলিম উদ্দিন তরফদার, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন ব্যাপক প্রচার চালিয়েছেন। সভাপতি ও সম্পাদক পদে অন্য কারও প্রচার লক্ষ্য করা যায়নি। এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে বাবুল চন্দ্র ঘোষ, সাংগঠনিক পদে ইমদাদুল হক, রায়হানুল ইসলাম লুসা, আনোয়ার হোসেন প্রচার চালিয়েছেন। এখন পর্যন্ত তাঁদের ছাড়া অন্য কারও ব্যানার, ফেস্টুন ও তোরণ দেখা যায়নি।
তবে সব ছাপিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা হচ্ছে কার হাতে যাচ্ছে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগ। এ নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ সফলভাবে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন করতে আমরা বদ্ধপরিকর। সমঝোতা না হলে কাউন্সিলরদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচিত হবে। সম্মেলনে ১৪১ জন কাউন্সিলর ভোট দেবেন।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৩ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪