Ajker Patrika

মহাদেবপুরে আ.লীগের সম্মেলন আজ, উচ্ছ্বাস

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১২: ২১
মহাদেবপুরে আ.লীগের  সম্মেলন আজ, উচ্ছ্বাস

নওগাঁর মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ রোববার। সাড়ে চার বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন ঘিরে উৎসবের আমেজ বইছে উপজেলাজুড়ে। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দলের কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোর পাশাপাশি সম্মেলনের সাফল্য কামনা করে ঝোলানো হয়েছে ব্যানার-ফেস্টুন।

আজ রোববার মহাদেবপুর মডেল উচ্চবিদ্যালয় মাঠে সকাল ১০টায় এই সম্মেলন শুরু হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল মালেকের সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ ছাড়া প্রধান বক্তা থাকবেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা ও সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম।

তৃণমূলের নেতা-কর্মীরা বলছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মহাদেবপুরের এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই উপজেলায় নৌকা প্রতীককে বিজয়ী করতে সহায়তা করবে এই কমিটি। তাঁদের আশা, এ অবস্থায় মহাদেবপুরকে একটি যোগ্য ও সবার কাছে গ্রহণযোগ্য কমিটি উপহার দেবেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি ও স্থানীয় সাংসদ ছলিম উদ্দিন তরফদার, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন ব্যাপক প্রচার চালিয়েছেন। সভাপতি ও সম্পাদক পদে অন্য কারও প্রচার লক্ষ্য করা যায়নি। এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে বাবুল চন্দ্র ঘোষ, সাংগঠনিক পদে ইমদাদুল হক, রায়হানুল ইসলাম লুসা, আনোয়ার হোসেন প্রচার চালিয়েছেন। এখন পর্যন্ত তাঁদের ছাড়া অন্য কারও ব্যানার, ফেস্টুন ও তোরণ দেখা যায়নি।

তবে সব ছাপিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা হচ্ছে কার হাতে যাচ্ছে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগ। এ নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ সফলভাবে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন করতে আমরা বদ্ধপরিকর। সমঝোতা না হলে কাউন্সিলরদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচিত হবে। সম্মেলনে ১৪১ জন কাউন্সিলর ভোট দেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত