Ajker Patrika

চাকিরপশার নদী উদ্ধারে জাতীয় নদী রক্ষা কমিশনের জরিপ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২২: ৫৫
চাকিরপশার নদী উদ্ধারে জাতীয় নদী রক্ষা কমিশনের জরিপ

কুড়িগ্রামের রাজারহাটে দখলকৃত চাকিরপশার নদী উদ্ধারে জাতীয় নদী রক্ষা কমিশনের একটি জরিপ দল সরেজমিনে পরিদর্শনে এসেছেন। গতকাল বুধবার দুপুরে ৫ সদস্যের দলটি তিস্তা নদীর উপনদী চাকিরপশারের প্রবেশ মুখ থেকে জরিপের কার্যক্রম শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন নদী রক্ষা কমিশনের গঠিত টিমের আহ্বায়ক অতিরিক্ত সচিব সৈয়দ মো. মতলুবুর রহমান, পানি বিশেষজ্ঞ সাজেদুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিন ড. তুহিন ওয়াদুদ, রাজারহাট উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আকলিমা বেগম মুন্নি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ হাসাস প্রমুখ।

উল্লেখ্য, চাকিরপশার নদীর দুইপাড় স্থানীয়রা বিভিন্নভাবে দখল করে সংকুচিত করে ফেলে। ফলে এর পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় সচেতন নাগরিকদের নদী বাঁচাও আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিষয়টি সরকারের নজরে আসে। এর ফলশ্রুতিতে চাকিরপশার নদী দখলমুক্ত করতে জাতীয় নদী রক্ষা কমিশন স্থানীয় প্রশাসনকে কয়েক দফা চিঠি দেয়। এরপর নানা কারণে নদী দখলমুক্ত না হওয়ায় জাতীয় নদী রক্ষা কমিশন বিশেষ জরিপ টিম গঠন করে সরেজমিনে আসে। এই টিম বুধবার থেকে তাদের জরিপ কার্যক্রম শুরু করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত