Ajker Patrika

জানুয়ারির মধ্যে দেওয়া হবে ১৫ কোটি টিকা

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১২: ২৪
জানুয়ারির মধ্যে দেওয়া হবে ১৫ কোটি টিকা

আগামী জানুয়ারির মধ্যে দেশে ১৫ কোটি করোনা টিকা দেওয়া হবে বরে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনার টিকা আগে যাদের দেওয়ার কথা ছিল, তাদের প্রায় সবাই পেয়ে গেছে। এ পর্যন্ত নয় কোটি ডোজ টিকা দেওয়া হয়ে গেছে। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে আরও ৬ কোটি ডোজ ভ্যাকসিন দিতে পারব। সব মিলিয়ে জানুয়ারি মাসের মধ্যে ১৫ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। যার মধ্যে সাড়ে সাত কোটি পূর্ণ ডোজ টিকা দেওয়া হবে।’

জাহিদ মালেক বলেন, ‘আমাদের টিকা দিতে হবে ১৩ কোটি মানুষকে। এর মধ্যে এক কোটি মানুষ বিদেশে আছে। তাহলে থাকল ১২ কোটি মানুষ। এই ১২ কোটি মানুষের মধ্যে সাড়ে সাত কোটি পূর্ণ ডোজ টিকা দেওয়া হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে আছে বলে খেলাধুলায় আমরা চলে এসেছি। বাংলাদেশের অর্থনীতি সচল আছে। স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। দেশ বিদেশে আসা যাওয়া শুরু হয়েছে। গতি আসছে চলাফেরায়। মানুষ মানুষকে আগের মতো ভয় করে না।’

মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত