Ajker Patrika

সালমান এফ রহমানের প্রকল্প পরিদর্শন

দোহার ও নবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১০: ১১
Thumbnail image

দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্থাপনা ও স্থান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান ফজলুর রহমান। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে নবাবগঞ্জের বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করেন তিনি। শুরুতেই তিনি উপজেলা কমপ্লেক্স আবাসিক এরিয়া, উপজেলা শিল্পকলা একাডেমি, শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও আনসার একাডেমি পরিদর্শন করেন।

পরে তিনি হেলিকপ্টার যোগে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে নিজ এলাকা দোহার যান। এ সময় দোহার ও নবাবগঞ্জের ১০০ শয্যা হাসপাতালের কাজ দ্রুত শুরু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ ছাড়া নবাবগঞ্জের কারিগরি ইনস্টিটিউট ও নার্সিং ইনস্টিটিউটের ব্যাপারেও তদারকি করেন তিনি।

এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন, সায়ান এফ রহমান, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু, দোহার সার্কেল সিনিয়র এএসপি আরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, শাফিল উদ্দিন মিয়া, আরিফুর রহমান সিকদার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত