Ajker Patrika

সংরক্ষিত হলো ৪৭২ গান

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১০: ২৮
সংরক্ষিত হলো ৪৭২ গান

বাউলসম্রাট শাহ আবদুল করিমের অসংখ্য গান শুধু বাংলাদেশ নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয়। অনেকেই শাহ আবদুল করিমের গান গেয়ে, রিমেক করে পরিচিতি পেয়েছেন। অর্থ কামিয়েছেন। কিন্তু তাঁর পরিবার থেকে গেছে নিভৃতেই।

বাউলসম্রাটের ছেলে শাহ নূর জালাল অনেক আগে থেকেই এ নিয়ে কথা বলে আসছেন। বাবার গান সরকারিভাবে সংরক্ষণ ও কপিরাইট নিশ্চিত করার দাবি ছিল তাঁর। অবশেষে শাহ আবদুল করিমের লেখা ও সুর করা ৪৭২টি গান পেল যোগ্য সম্মান। সম্প্রতি বাংলাদেশ কপিরাইট বোর্ডে গানগুলোর মালিকানা ও কপিরাইট ইস্যুর বিষয়টি সংরক্ষিত হলো। কপিরাইট রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরীর আগ্রহ আর সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ ও সারোয়ার শুভর উদ্যোগেই কাজটি হয়েছে বলে জানিয়েছেন বাউলপুত্র শাহ নূর জালাল।

জুয়েল মোর্শেদ জানান, শাহ আবদুল করিমের লেখা ও সুর করা গানের সংখ্যা প্রায় সাত শ। তবে সব গানের সঠিক পাণ্ডুলিপি বা ট্র্যাক সংগ্রহ করা সম্ভব হয়নি। তাই আপাতত ৪৭২টি গান সংরক্ষিত হলো। এখন থেকে গানগুলো বাণিজ্যিকভাবে প্রকাশ করতে গেলে কপিরাইট বোর্ডের অনুমতি লাগবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত