Ajker Patrika

দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া , শোভাযাত্রা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১১ মার্চ ২০২২, ১১: ২৭
দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া , শোভাযাত্রা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে গতকাল বৃহস্পতিবার বরিশালের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড-বিষয়ক মহড়া, শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে।

বাবুগঞ্জ: ‘মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এ প্রতিপাদ্যে বাবুগঞ্জে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। আগৈলঝাড়া: শহীদ সুকান্ত আব্দুল্লাহ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

হিজলা: হিজলা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উদ্‌যাপন উপলক্ষে ভূমিকম্প, অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনা সভা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বিক সহযোগিতায় কর্মসূচি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত