Ajker Patrika

‘সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে’

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৩: ৫৫
‘সোনার বাংলার স্বপ্ন  বাস্তবায়নে কাজ করতে হবে’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জাতির জীবনে কলঙ্কজনক ঘটনা ১৫ আগস্ট। জাতির জনককে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটা অগ্রসর, আধুনিক, উন্নত ও শিক্ষিত বাংলাদেশ গড়ার।

সেই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে তাঁর হত্যার বড় প্রতিশোধ নেওয়া যাবে। আমরা জাতিসত্তা তাঁকে স্মরণ করতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার রংপুরের কাউনিয়া পীরগাছার নব্দিগঞ্জ বাজারে অপু মুনশি হিমাগার মিলনায়তনে নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন, ইউএনও শেখ শামসুল আরেফিন, মাহিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ, পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত