নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশ নিচ্ছেন না বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত ও তাঁর অনুসারীরা। আজ শুক্রবার নগর থেকে ৪১ কিলোমিটার দূরে গৌরনদী উপজেলায় এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে আয়োজিত জেলা ও মহানগরের এ বিশেষ সভায় সভাপতিত্ব করবেন আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। হাসানাত মেয়র প্রার্থী খোকনের ভাই এবং মেয়র সাদিকের বাবা।
বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে।
নৌকার নির্বাচন পরিচালনা কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত লস্কর নুরুল হক বলেন, তাঁদের প্রার্থীর শুক্রবারের কর্মসূচি আগেই নির্ধারিত রয়েছে। তিনি রূপাতলী হাউজিং জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন এবং বেলা ৩টায় ৩০ নম্বর ওয়ার্ডের গণপাড়ায় উঠান বৈঠকে অংশ নেবেন। গৌরনদীতে বর্ধিত সভায় গেলে ওই দুটি কর্মসূচি স্থগিত হওয়ার কথা; কিন্তু প্রার্থী কর্মসূচি স্থগিত করেননি।
নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মঈন তুষার বলেন, ৪১ কিলোমিটার দূরে সভা ডাকায় এটি একজনের ব্যক্তিগত বর্ধিত সভায় পরিণত হয়েছে, যাতে সবাই বরিশাল থেকে এত দূরে বর্ধিত সভায় অংশ নিতে না পারে। তিনি বলেন, নির্বাচনী কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে ৪১ কিলোমিটার দূরে বর্ধিত সভা করা হচ্ছে। এতে একটা দিন পিছিয়ে যাবেন নৌকার প্রার্থী। তা ছাড়া ওই দিন নির্বাচনী প্রচারণা শুরু হবে।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুর করিম বলেন, বর্ধিত সভার বিষয়ে কিছু বলতে চান না। তাঁরা মেয়র প্রার্থীর নির্বাচন নিয়ে ব্যস্ত।
জেলা আওয়ামী লীগের সদস্য ও নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কাজী মফিজুল ইসলাম কামাল বলেন, তিনি ঢাকায়, সভায় যাবেন কি না বলতে পারছেন না।
নগর আওয়ামী লীগের সদস্য আনিচউদ্দিন শহিদ বলেন, তিনিসহ আরও অনেকেই বর্ধিত সভায় যাবেন না।
সাদিক অনুসারী নগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, স্থানসংকুলানের কারণে বর্ধিত সভা গৌরনদীতে দেওয়া হয়েছে। নগর আওয়ামী লীগ ও ওয়ার্ড সভাপতি-সম্পাদক মঙ্গলবার বসেছিলেন। সিদ্ধান্ত হয়েছে, তাঁরা কালীবাড়ি থেকে একত্রে বর্ধিত সভায় যাবেন।
তবে নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেন, শুক্রবার প্রতীক পেয়েই বিকেলে তিনি প্রচারণায় নেমে যাবেন। তাঁর নির্বাচনী ব্যস্ততা এখন অনেক। তাই বর্ধিত সভায় যাওয়ার বিষয় কিছু বলতে পারছেন না।
এ ব্যাপারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘আমাদের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো। যে কারণে বর্ধিত সভায় যোগ দেওয়ার ক্ষেত্রে কারও অসুবিধা হবে না। তা ছাড়া ভেন্যু নির্ধারিত হয়েছে কেন্দ্র থেকে।
আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশ নিচ্ছেন না বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত ও তাঁর অনুসারীরা। আজ শুক্রবার নগর থেকে ৪১ কিলোমিটার দূরে গৌরনদী উপজেলায় এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে আয়োজিত জেলা ও মহানগরের এ বিশেষ সভায় সভাপতিত্ব করবেন আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। হাসানাত মেয়র প্রার্থী খোকনের ভাই এবং মেয়র সাদিকের বাবা।
বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে।
নৌকার নির্বাচন পরিচালনা কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত লস্কর নুরুল হক বলেন, তাঁদের প্রার্থীর শুক্রবারের কর্মসূচি আগেই নির্ধারিত রয়েছে। তিনি রূপাতলী হাউজিং জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন এবং বেলা ৩টায় ৩০ নম্বর ওয়ার্ডের গণপাড়ায় উঠান বৈঠকে অংশ নেবেন। গৌরনদীতে বর্ধিত সভায় গেলে ওই দুটি কর্মসূচি স্থগিত হওয়ার কথা; কিন্তু প্রার্থী কর্মসূচি স্থগিত করেননি।
নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মঈন তুষার বলেন, ৪১ কিলোমিটার দূরে সভা ডাকায় এটি একজনের ব্যক্তিগত বর্ধিত সভায় পরিণত হয়েছে, যাতে সবাই বরিশাল থেকে এত দূরে বর্ধিত সভায় অংশ নিতে না পারে। তিনি বলেন, নির্বাচনী কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে ৪১ কিলোমিটার দূরে বর্ধিত সভা করা হচ্ছে। এতে একটা দিন পিছিয়ে যাবেন নৌকার প্রার্থী। তা ছাড়া ওই দিন নির্বাচনী প্রচারণা শুরু হবে।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুর করিম বলেন, বর্ধিত সভার বিষয়ে কিছু বলতে চান না। তাঁরা মেয়র প্রার্থীর নির্বাচন নিয়ে ব্যস্ত।
জেলা আওয়ামী লীগের সদস্য ও নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কাজী মফিজুল ইসলাম কামাল বলেন, তিনি ঢাকায়, সভায় যাবেন কি না বলতে পারছেন না।
নগর আওয়ামী লীগের সদস্য আনিচউদ্দিন শহিদ বলেন, তিনিসহ আরও অনেকেই বর্ধিত সভায় যাবেন না।
সাদিক অনুসারী নগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, স্থানসংকুলানের কারণে বর্ধিত সভা গৌরনদীতে দেওয়া হয়েছে। নগর আওয়ামী লীগ ও ওয়ার্ড সভাপতি-সম্পাদক মঙ্গলবার বসেছিলেন। সিদ্ধান্ত হয়েছে, তাঁরা কালীবাড়ি থেকে একত্রে বর্ধিত সভায় যাবেন।
তবে নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেন, শুক্রবার প্রতীক পেয়েই বিকেলে তিনি প্রচারণায় নেমে যাবেন। তাঁর নির্বাচনী ব্যস্ততা এখন অনেক। তাই বর্ধিত সভায় যাওয়ার বিষয় কিছু বলতে পারছেন না।
এ ব্যাপারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘আমাদের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো। যে কারণে বর্ধিত সভায় যোগ দেওয়ার ক্ষেত্রে কারও অসুবিধা হবে না। তা ছাড়া ভেন্যু নির্ধারিত হয়েছে কেন্দ্র থেকে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪