মোহনপুর প্রতিনিধি
মোহনপুর উপজেলায় পাঁচ বছরের মধ্যে এবার সর্বোচ্চ জমিতে সরিষার চাষ হয়েছে। বর্তমানে কৃষকেরা সরিষা মাড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২ হাজার ২৮০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যদিও লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৯১০ হেক্টর। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩১৫ মেট্রিক টন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পানের বরজ ও মাছ চাষের পরিমাণ বেড়েছে। এ ক্ষেত্রে বরজে সার এবং মাছের খাবার হিসেবে সরিষার খইলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে তেলের দাম বাড়ছে।
এমন অবস্থায় উপজেলার মগরা বিল, জাওই বিল, ধোপঘাটা বিলসহ সবখানে চাষিরা আগ্রহ নিয়ে সরিষার চাষ করেছেন। বর্তমানে বাজারে প্রতি মণ সরিষা বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা দরে। ফলে ভালো দাম পেয়ে কৃষকেরা খুশি।
উপজেলার কেশরহাট তিলাহারী গ্রামের কৃষক এনামুল হক জানান, দেড় বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো আছে। এ জন্য সরিষা চাষে এবার লাভ বেশি হবে।
বাকশৈল গ্রামের কৃষক দুলাল হোসেন বলেন, ‘আমার সাড়ে চার বিঘা জমিতে সরিষা রয়েছে। এর মধ্যে দুই বিঘা জমির সরিষা বাড়িতে তুলেছি। বাজারজাত করে খুব ভালো দাম পাচ্ছি।’
এ বিষয়ে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন আজকের পত্রিকাকে জানান, উপজেলায় গত বছরের তুলনায় এ বছর বেশি জমিতে সরিষার চাষ হয়েছে। অনেক কৃষক ফসল ঘরে তুলেছেন। ফলন ভালো হয়েছে বলে আদর্শ চাষিরা জানিয়েছেন।
মোহনপুর উপজেলায় পাঁচ বছরের মধ্যে এবার সর্বোচ্চ জমিতে সরিষার চাষ হয়েছে। বর্তমানে কৃষকেরা সরিষা মাড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২ হাজার ২৮০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যদিও লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৯১০ হেক্টর। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩১৫ মেট্রিক টন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পানের বরজ ও মাছ চাষের পরিমাণ বেড়েছে। এ ক্ষেত্রে বরজে সার এবং মাছের খাবার হিসেবে সরিষার খইলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে তেলের দাম বাড়ছে।
এমন অবস্থায় উপজেলার মগরা বিল, জাওই বিল, ধোপঘাটা বিলসহ সবখানে চাষিরা আগ্রহ নিয়ে সরিষার চাষ করেছেন। বর্তমানে বাজারে প্রতি মণ সরিষা বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা দরে। ফলে ভালো দাম পেয়ে কৃষকেরা খুশি।
উপজেলার কেশরহাট তিলাহারী গ্রামের কৃষক এনামুল হক জানান, দেড় বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো আছে। এ জন্য সরিষা চাষে এবার লাভ বেশি হবে।
বাকশৈল গ্রামের কৃষক দুলাল হোসেন বলেন, ‘আমার সাড়ে চার বিঘা জমিতে সরিষা রয়েছে। এর মধ্যে দুই বিঘা জমির সরিষা বাড়িতে তুলেছি। বাজারজাত করে খুব ভালো দাম পাচ্ছি।’
এ বিষয়ে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন আজকের পত্রিকাকে জানান, উপজেলায় গত বছরের তুলনায় এ বছর বেশি জমিতে সরিষার চাষ হয়েছে। অনেক কৃষক ফসল ঘরে তুলেছেন। ফলন ভালো হয়েছে বলে আদর্শ চাষিরা জানিয়েছেন।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১১ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫