Ajker Patrika

লিজ না হলেও চলছে চাষ বঞ্চিত উপজেলা পরিষদ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৪: ৪৬
লিজ না হলেও চলছে চাষ বঞ্চিত উপজেলা পরিষদ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ চত্বরে থাকা তিন একর আবাদি জমি লিজ হয়নি তিন বছর যাবৎ। অথচ ওই জমিতে নিয়মিত চাষাবাদ হচ্ছে। কিন্তু লিজের টাকা জমা হচ্ছে না রাজস্ব তহবিলে। সর্বশেষ ২০১৮ সালে ওই জমির লিজের টাকা পরিষদের তহবিলে জমা হয়েছিল।

জানা গেছে, ক্ষেতলাল উপজেলা পরিষদ চত্বরের তিন একর জমিতে চলছে চাষাবাদ। কিন্তু লিজ বাবদ কোনো টাকা পরিষদের রাজস্ব তহবিলে জমা হয়নি। ২০১৮ সালে ওই জমি ৮০ হাজার টাকায় লিজ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাকিম মণ্ডল নির্বাচিত হওয়ার পর থেকে আবাদি জমিগুলো থেকে লিজ বাবদ কোনো টাকা পরিষদের তহবিলে জমা হয়নি। অথচ জমিগুলোতে নিয়মিত চাষাবাদ হয়ে আসছে। এতে বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রতিবছর উপজেলা পরিষদ হারাচ্ছে দুই থেকে আড়াই লাখ টাকার রাজস্ব।

গতকাল বুধবার সরেজমিনে ওই জমিতে চাষাবাদ করতে দেখা গেছে। পৌর এলাকার মুন্দাইল গ্রামের স্বপন নামে একজন এ চাষাবাদ করছেন। বর্তমানে ওই জমিতে বোরো ধান চাষের প্রস্তুতি চলছে। তিনি কীভাবে এই জমি চাষাবাদ করছেন সে বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি স্বপন।

২০১৯ সালে লিজ গ্রহণকারী শাহাজুল ইসলাম জানান, ২০১৯ সালে তিনি ওই তিন একর জমি চেয়ারম্যানের কাছ থেকে ৮০ হাজার টাকায় লিজ নেন। কিন্তু কোনো কাগজপত্র তাঁকে দেওয়া হয়নি। পরে জমির ধান কাটতে গেলে বাধা দেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কাটা ধান জমির মধ্যে পানিতে সাত দিন ডুবে থেকে নষ্ট হয়েছিল। পরে উপজেলা জামে মসজিদে ২০ হাজার টাকা দেন শাহাজুল।

এ বিষয়ে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল বলেন, ‘ওই জমির আয় নির্মাণাধীন উপজেলা জামে মসজিদে দেওয়া হয়েছে।’

উপজেলা জামে মসজিদের সেক্রেটারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল্লা সরকার বলেন, ‘মসজিদের নির্মাণকাজ শুরুর দিকে (২০১৯ সালে) ৩০ হাজার টাকা দেওয়া হয়েছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত