Ajker Patrika

টানা তৃতীয় দিনের মতো শৈত্যপ্রবাহ পঞ্চগড়ে, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি

পঞ্চগড় প্রতিনিধি 
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১০: ৫৬
ভোরের কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে সূর্য। ছবি: আজকের পত্রিকা
ভোরের কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে সূর্য। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা তিন দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে সোনালি আলো ছড়িয়ে সূর্য উঠলেও রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে হাড় কাঁপানো কনকনে শীত। আজ রোববার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

এর আগে শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার এটি ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়।

আবহাওয়া অফিস জানায়, সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে এবং সেই তাপমাত্রা ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ বলে। সে হিসেবে পঞ্চগড়ে গত শুক্রবার থেকে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত টানা শৈত্যপ্রবাহ চলছে। জেলার সর্বত্র কনকনে শীতের কারণে ইজিবাইক, রিকশাভ্যান চালক, দিনমজুর, পরিবহন শ্রমিকসহ খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ শুরু হয়েছে। সময়মতো কাজে যোগ দিতে পারছেন না তা&রা। তবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকায় দিনে ঠান্ডার অনুভূতি কম। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি। সাধারণত সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঝলমলে রোদ ছড়িয়ে পড়ে চারদিক।

স্থানীয়রা জানান, কয়েক দিন পর আবার তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। রাতভর প্রচণ্ড ঠান্ডা পড়ে। এ অঞ্চলে দিনের তুলনায় রাতে শীতের তীব্রতা বেশি। ভোর সকালে সূর্য উঠে যাওয়ায় কাজে যেতে পারছেন সবাই।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা তিন দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ছবি: আজকের পত্রিকা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা তিন দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ছবি: আজকের পত্রিকা

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস । চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত