Ajker Patrika

আসছে ‘জাওয়াদ’, সাগরে ১ নম্বর দূরবর্তী সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৮: ৪৩
আসছে ‘জাওয়াদ’, সাগরে ১ নম্বর দূরবর্তী সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে রাতের মধ্যে ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’ পরিণত হতে পারে। আগামীকাল শনিবার সন্ধ্যা অথবা আগামী রোববার সকালে ভারতের দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলীয় এলাকায় এটি আঘাত হানতে পারে। পরে পশ্চিমবঙ্গ হয়ে এটি বাংলাদেশে প্রবেশ করতে পারে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) এমনটি জানিয়েছে। 

এবারের সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নামটি রেখেছে সৌদি আরব। আরবি শব্দ ‘জাওয়াদ’-এর অর্থ উদার বা করুণাময়।

জাওয়াদের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির ঝুঁকিতে রয়েছে ওডিশা। তবে উত্তরাঞ্চল থেকে বাতাসের গতিবেগ বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত হানার শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। সে ক্ষেত্রে শক্তি কমে দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড় জাওয়াদ।  

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি সকালের দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৬৫ কিলোমিটার, দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, এটি এখনো ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামীকাল শনিবার ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় এটি আঘাত হানতে পারে। এখন পর্যন্ত আমরা শুধু সাগরে ১ নম্বর দূরবর্তী সংকেত দিয়েছি। নদীতে কোনো সংকেত নেই।

চলতি বছরের মে মাসে ইয়াস ও সেপ্টেম্বরে গুলাবের ধাক্কা মোকাবিলা করতে হয়েছিল ভারতকে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত