Ajker Patrika

কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, পর্যটকদের সৈকতে না নামার অনুরোধ

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, পর্যটকদের সৈকতে না নামার অনুরোধ

বৈরী আবহাওয়ায় উত্তাল কক্সবাজারের সমুদ্র উপকূল। আজ বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে কক্সবাজার সমুদ্র উপকূলকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকেরা বিপাকে পড়েছেন।

সৈকতে গতকাল বুধবার থেকে টুরিস্ট পুলিশ, বিচ কর্মী ও লাইফ গার্ডের সদস্যরা পর্যটকদের সৈকতে গোসলে না নামতে সতর্কতা জারি করে প্রচারণা চালাচ্ছে। শহরের ডায়াবেটিক পয়েন্ট, নাজিরারটেক, লাবণী পয়েন্ট, হিমছড়িসহ বিভিন্ন স্থানে সৈকতে ভাঙন দেখা দিয়েছে। জেলার সদর, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চকরিয়া ও পেকুয়া উপজেলার সমুদ্র উপকূলের বেড়িবাঁধগুলোতে জোয়ারের পানি তিন থেকে চার ফুট উচ্চতায় আঁচড়ে পড়ছে।

পর্যটন ব্যবসায়ীরা জানান, সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে এখন পর্যাপ্ত পর্যটকের সমাগম হয়। আগামীকাল শুক্রবার ও শনিবার কক্সবাজার হোটেল-মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলোতে গড়ে ৭০ শতাংশ কক্ষ ভাড়ার হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্রিপ জোন ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির জিকু পাল আজকের পত্রিকাকে জানান, বৃহস্পতিবার কক্সবাজারে অন্তত ৫০ হাজার পর্যটক এসেছে। তারকা মানের হোটেলগুলোর ৮০ শতাংশ ও মাঝারি মানের হোটেলগুলোর ৫০ শতাংশের ওপরে কক্ষ ভাড়া হয়েছে। শুক্র ও শনিবার আরও পর্যটক আসবে।

সৈকত কর্মী বেলাল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে অন্তত ৩০ হাজার পর্যটক নেমেছে। অনেকেই নির্দেশনা না মেনে নোনাজলে গোসলে নামতে মরিয়া। যাদের একেবারে মানানো যাচ্ছে না তাঁদের হাঁটু পানিতে নামার সুযোগ দেওয়া হচ্ছে।’

আজ বৃহস্পতিবার সকালে লাবণী পয়েন্টে গিয়ে দেখা যায়, বিচ পরিচালনা কমিটির তথ্য কেন্দ্র বরাবর সৈকতের জিওব্যাগে আঁচড়ে পড়ছে ঢেউ। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঢেউয়ের চাপে জিওব্যাগের সামনের ইটের গাঁথুনি ধসে পড়ে বালু সরে যাচ্ছে। সৈকতের এ পয়েন্টের ফটকে টুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা এ সময় হ্যান্ড মাইক হাতে নিয়ে পর্যটকদের সৈকতে নামা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন।

টুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘বৈরী আবহাওয়ায় এখনো সমুদ্র উত্তাল রয়েছে। এ জন্য বিপদ এড়াতে পর্যটকেরা যাতে সমুদ্রে না নামেন, তার জন্য সতর্ক করা হচ্ছে। বিভিন্ন পয়েন্টে টুরিস্ট পুলিশের পাহারা বসানো হয়েছে এবং মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে।’

এদিকে গত ১০-১২ দিনের তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। বুধবার থেকে চলা বৃষ্টিতে কিছুটা স্বস্তিও ফিরেছে।

আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের আবহাওয়াবিদ মো. আবদুল হালিম বলেন, ‘কক্সবাজার উপকূলে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে সর্বোচ্চ চার ফুট বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ জন্য সাগরে সব ধরনের নৌযান উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।’

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইফ আহমেদ বলেন, ‘কয়েক বছর ধরে সৈকতের ডায়বেটিক পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত বর্ষায় সামুদ্রিক জোয়ারে ভাঙন দেখা দিচ্ছে। এসব পয়েন্টে ভাঙনরোধে জিওব্যাগ বসানোর কাজ চলমান রয়েছে। সেখানে স্থায়ী ভাঙনরোধে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে কড়াকড়ি

গ্রেপ্তার হয়ে অবাক ডন, বললেন—‘স্যার আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন: জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল ৫ অ্যান্টিবায়োটিক

এবার তেলের খনি নাইজেরিয়াতে নজর ট্রাম্পের, অজুহাত—খ্রিষ্টানরা ভালো নেই

সুদানে ‘গণহত্যা’য় আরব আমিরাতের গোপন তৎপরতা ও কলম্বিয়ার ভাড়াটে সেনা

এলাকার খবর
Loading...