Ajker Patrika

দেশে জোরালো ভূমিকম্প অনুভূত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৯: ১৬
দেশে জোরালো ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ ছিল বলে জানা গেছে। আজ শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।  

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের সময় অনেকে ভয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পোস্ট দিয়ে তাঁদের আতঙ্কিত হওয়ার কথা বলেন। 

একজন লিখেছেন, ‘বড়সড় ভূমিকম্প হয়ে গেল ঢাকায়। কেউ টের পেয়েছেন? আমার পুরো বিল্ডিং পেন্ডুলামের মতো দুলছে।’ 

অন্য একজন লিখেছেন, ‘এত শক্তিশালী ভূমিকম্প আর কখনো টের পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত