Ajker Patrika

২ দিন পর মিলল সূর্যের দেখা, তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া দপ্তর

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৭: ৫২
ঝলমলে রোদে লক্ষ্মীপুরের জনেশ দিঘিতে অতিথি পাখিদের জলকেলি। ছবি: আজকের পত্রিকা
ঝলমলে রোদে লক্ষ্মীপুরের জনেশ দিঘিতে অতিথি পাখিদের জলকেলি। ছবি: আজকের পত্রিকা

গত কয়েক দিনে সারা দেশে ছিল তীব্র শীত, মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলেনি ঢাকাসহ দেশের অধিকাংশ জেলায়। জনজীবন হয়ে উঠেছিল দুর্ভোগের। তবে আজ ঢাকাসহ দেশের অধিকাংশ জেলায় সূর্যের দেখা মিলেছে।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে পঞ্চগড় জেলার ওপর দিয়ে প্রবহমান মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আজ শনিবার সকালে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে—উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দিনেই শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। সকালে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ টেকনাফে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল রোববারও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই সময়েও সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরদিন সোমবারও একই ধরনের পরিবেশ বিরাজ করতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শুরুর দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময়ের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত