Ajker Patrika

টেকনাফ সৈকতে ভেসে এল মৃত ডলফিন

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফ সৈকতে ভেসে এল মৃত ডলফিন

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে সামুদ্রিক জোয়ারে ডলফিন ভেসে আসে। ৫ ফুট লম্বা আকৃতির ডলফিনটি ইরাবতী প্রজাতি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম বলেন, সাবরাংয়ের বাহারছড়া নৌকা ঘাটে এ ডলফিনটি মৃত অবস্থায় ভেসে আসে। মৃত ডলফিনটি আনুমানিক ৫ ফুট লম্বা। শরীরে আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থায় জোয়ারের সময় ভেসে আসে। ডলফিনটি দেখতে লোকজন ভিড় করে। ধারণা করা হচ্ছে, এটি জাহাজের ধাক্কা বা জেলেদের জালে আটকা পড়ার পর পিটিয়ে হত্যা করেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, সৈকতে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছি। এটি উদ্ধার করে মাটিতে পুঁতে দেওয়ার জন্য মৎস্য বিভাগ ও বন বিভাগকে বলা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজুরুল কিবরিয়া বলেন, ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত