Ajker Patrika

হিজলায় মেছো বাঘের ২টি বাচ্চা উদ্ধার

হিজলা (বরিশাল) প্রতিনিধি
হিজলায় মেছো বাঘের ২টি বাচ্চা উদ্ধার

বরিশালের হিজলা উপজেলায় দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বোম্বে শহর নামক মেঘনা নদীর পাড়ের একটি দোকানের সামনে থেকে বাচ্চা দুটো উদ্ধার করা হয়।

আজ রোববার (২০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারেক হাওলাদার উদ্ধারকৃত মেছো বাঘের বাচ্চা উপজেলা বন বিভাগে হস্তান্তর করেন।

প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শংকর দে এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল শনিবার বিকেলে ওই এলাকার মেঘনা নদীর পাড়ে তিনি ঘুরতে যান। সেখানে একটি দোকানের সামনে দুটি মেছো বাঘের বাচ্চা দেখতে পান। পরে তিনি তাঁর অফিসে লোকজন দিয়ে মেছো বাঘের বাচ্চা উদ্ধার করে চিকিৎসা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নিয়ে যান। 

উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. শাহেআলম বলেন, ‘আমিসহ একটি টিম নিয়ে সন্ধ্যার সময় স্থানীয়রা যে এলাকা থেকে মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে, সেখানে বাচ্চাদের তাদের মায়ের কাছে অবমুক্ত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম গ্রেডের কাছাকাছি করা হচ্ছে: উপদেষ্টা মাহফুজ

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

মালিকানা না, শুধু লাইসেন্সিং অপারেটর নিয়োগ: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...