Ajker Patrika

১০ জেলায় তাপপ্রবাহ

বৃষ্টির দেখা মিলতে পারে শনিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কয়েক দিন ধরেই তাপমাত্রা বাড়ছে রাজধানী ঢাকার। এই গরমে প্রাণ জুড়াতে একদল কিশোর দুরন্তপনায় মেতে উঠেছে জলাশয়ে। ছবি: মেহেদী হাসান
কয়েক দিন ধরেই তাপমাত্রা বাড়ছে রাজধানী ঢাকার। এই গরমে প্রাণ জুড়াতে একদল কিশোর দুরন্তপনায় মেতে উঠেছে জলাশয়ে। ছবি: মেহেদী হাসান

রাঙামাটি, যশোর, রাজশাহীসহ দেশের ১০ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলেছে, আগামী শনিবার ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে। পরদিন রোববার খুলনা ছাড়া দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা অনেকটা কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। পরদিন শুক্রবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিন সন্ধ্যার পর ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গতকাল বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, যেসব জেলায় তাপপ্রবাহ বইছে, তা শুক্রবার পর্যন্ত চলতে পারে।

তারপর তাপমাত্রা কমে আসবে। আগামী শনিবার ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের কয়েক দিন বৃষ্টিপাত বাড়তে পারে।

রোববার খুলনা ছাড়া দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার ও রাঙামাটি জেলায় তাপপ্রবাহ বইছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বুধবার সিলেটে ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত