Ajker Patrika

সকাল ৯টা থেকে বেলা ৩টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে মোখা, সাগর উত্তাল

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ থেকে
আপডেট : ১৪ মে ২০২৩, ১০: ১৮
সকাল ৯টা থেকে বেলা ৩টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে মোখা, সাগর উত্তাল

ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু হয়েছে উপকূলে। বিশেষ করে টেকনাফ উপজেলা থেকে বিচ্ছিন্ন সেন্ট মার্টিন দ্বীপের চারপাশে সাগর উত্তাল রয়েছে। 

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান আজ রোববার সকাল ৮টা ১৫ মিনিটে আজকে পত্রিকাকে বলেন, ‘এখনো আমরা ভালো আছি। এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আছে। ভোরের দিকে বৃষ্টি একটু বেশি ছিল। 

সাগর উত্তাল আছে জানিয়ে তিনি বলেন, ‘বাতাস আছে, তবে বাতাসের আধিক্য খুব বেশি নয়। দ্বীপের চারপাশের সাগর উত্তাল অবস্থায় আছ। তবে এখন পর্যন্ত দ্বীপে কোনো প্রভাব পড়েনি। 

মুজিবুর রহমান জানান, সেন্ট মার্টিনে ৩৭টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৬ হাজার লোককে নিয়ে আসা হয়েছে। 

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, এরই মধ্যে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলে ঘূর্ণিঝড় মোখার প্রভাব শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে বেলা ৩টার মধ্যে ঝড়টি কক্সবাজার-উত্তর এবং মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত