নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশ ও দেশের মানুষ জলবায়ু সংক্রান্ত নানান ঝুঁকিতে রয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এসব পদক্ষেপ বাস্তবায়নে আগামী ২৭ বছরে ২৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি ড. আতিউর রহমান।
আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাপা আয়োজিত ‘বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু খাত: বরাদ্দ বিশ্লেষণ ও আগামীর পথনকশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আতিউর রহমান বলেন, ‘মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনাসহ অনেকগুলো সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে রয়েছে। এসব পরিকল্পনার আলোকে আমরা সুনির্দিষ্ট প্রকল্প ও কর্মসূচিতে বিশ্ব জলবায়ু তহবিল ও অন্যান্য আন্তর্জাতিক তহবিল থেকে বাড়তি অর্থায়ন চাই। আমরা জলবায়ুর আঘাতে সবচেয়ে বিপর্যস্ত এক দেশ। আমরা যে জাতীয় অভিযোজন পরিকল্পনা করেছি তাতে জলবায়ু চ্যালেঞ্জের শিকার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকা সংরক্ষণ এবং সুনির্দিষ্ট প্রকল্প ও কর্মসূচিতে আগামী ২৭ বছরে ২৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের দরকার হবে। আর তাপমাত্রা যদি দুই ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায় তাহলে এর চেয়ে বেশি অর্থের প্রয়োজন হবে।’
তিনি আরও বলেন, পরিবেশ তথা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাদ্দ দেখলেই চলবে না। নিঃসন্দেহে এটি বহুমাত্রিক তথা আন্ত: ঘাত সম্পর্কিত বিষয়। অন্তত: পঁচিশটি মন্ত্রণালয় ও বিভাগের কর্মকাণ্ড পরিবেশ ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলার বিষয় প্রতিফলিত হয়ে থাকে।
সভায় ব্যাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, দেশের প্রাণ-প্রকৃতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এ অবস্থায় পরিবেশ খাতে দায় সারা বরাদ্দ দিলে পরিবেশের ধ্বংসকে আরও ত্বরান্বিত করা হবে।
অধ্যাপক এম. ফিরোজ আহমেদ বলেন, জলবায়ু ফান্ড পাওয়ার জন্য বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর জোর কুটনৈতিক বৃদ্ধি করা উচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম শহীদুল ইসলাম বলেন, পরিবেশ খাতে বাজেট স্বল্পতার পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে দেশের পরিবেশ আজ হুমকির মুখে।
সভাপতির বক্তব্যে ব্যাপার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার বলেন, পরিবেশ খাতে বাজেট পরিমানে বেশি হচ্ছে কিন্তু শতকরা হারে কমে যাচ্ছে। দেশের পরিবেশের স্বার্থে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা সংক্রান্ত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।
সভায় বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। এগুলোর মধ্যে পরিবেশ ও জলবায়ু বাজেটের অংশ হিসেবে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, ‘টেকসই উন্নয়নে জলবায়ু অর্থায়ন’ প্রকাশনা অব্যাহত রাখা, টেকসই নগরায়ণের দিকে মনোযোগ, কেন্দ্রীয়, স্থানীয় সরকার ও নাগরিক সংগঠনগুলোর মাঝে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি, কৃষিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে সোলার ইরিগেশন পাম্পে বিনিয়োগ, পরিবেশের জন্য ক্ষতিকর শিল্পকে নিরুৎসাহিত করা, নগরাঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনাজনিত সমস্যা দূর করা উল্লেখযোগ্য।
দেশ ও দেশের মানুষ জলবায়ু সংক্রান্ত নানান ঝুঁকিতে রয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এসব পদক্ষেপ বাস্তবায়নে আগামী ২৭ বছরে ২৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি ড. আতিউর রহমান।
আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাপা আয়োজিত ‘বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু খাত: বরাদ্দ বিশ্লেষণ ও আগামীর পথনকশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আতিউর রহমান বলেন, ‘মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনাসহ অনেকগুলো সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে রয়েছে। এসব পরিকল্পনার আলোকে আমরা সুনির্দিষ্ট প্রকল্প ও কর্মসূচিতে বিশ্ব জলবায়ু তহবিল ও অন্যান্য আন্তর্জাতিক তহবিল থেকে বাড়তি অর্থায়ন চাই। আমরা জলবায়ুর আঘাতে সবচেয়ে বিপর্যস্ত এক দেশ। আমরা যে জাতীয় অভিযোজন পরিকল্পনা করেছি তাতে জলবায়ু চ্যালেঞ্জের শিকার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকা সংরক্ষণ এবং সুনির্দিষ্ট প্রকল্প ও কর্মসূচিতে আগামী ২৭ বছরে ২৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের দরকার হবে। আর তাপমাত্রা যদি দুই ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায় তাহলে এর চেয়ে বেশি অর্থের প্রয়োজন হবে।’
তিনি আরও বলেন, পরিবেশ তথা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাদ্দ দেখলেই চলবে না। নিঃসন্দেহে এটি বহুমাত্রিক তথা আন্ত: ঘাত সম্পর্কিত বিষয়। অন্তত: পঁচিশটি মন্ত্রণালয় ও বিভাগের কর্মকাণ্ড পরিবেশ ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলার বিষয় প্রতিফলিত হয়ে থাকে।
সভায় ব্যাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, দেশের প্রাণ-প্রকৃতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এ অবস্থায় পরিবেশ খাতে দায় সারা বরাদ্দ দিলে পরিবেশের ধ্বংসকে আরও ত্বরান্বিত করা হবে।
অধ্যাপক এম. ফিরোজ আহমেদ বলেন, জলবায়ু ফান্ড পাওয়ার জন্য বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর জোর কুটনৈতিক বৃদ্ধি করা উচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম শহীদুল ইসলাম বলেন, পরিবেশ খাতে বাজেট স্বল্পতার পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে দেশের পরিবেশ আজ হুমকির মুখে।
সভাপতির বক্তব্যে ব্যাপার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার বলেন, পরিবেশ খাতে বাজেট পরিমানে বেশি হচ্ছে কিন্তু শতকরা হারে কমে যাচ্ছে। দেশের পরিবেশের স্বার্থে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা সংক্রান্ত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।
সভায় বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। এগুলোর মধ্যে পরিবেশ ও জলবায়ু বাজেটের অংশ হিসেবে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, ‘টেকসই উন্নয়নে জলবায়ু অর্থায়ন’ প্রকাশনা অব্যাহত রাখা, টেকসই নগরায়ণের দিকে মনোযোগ, কেন্দ্রীয়, স্থানীয় সরকার ও নাগরিক সংগঠনগুলোর মাঝে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি, কৃষিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে সোলার ইরিগেশন পাম্পে বিনিয়োগ, পরিবেশের জন্য ক্ষতিকর শিল্পকে নিরুৎসাহিত করা, নগরাঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনাজনিত সমস্যা দূর করা উল্লেখযোগ্য।
শুধু মেছো বিড়াল নয়, সব বিপন্ন প্রাণী রক্ষায় নিষ্ঠুরতা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ শনিবার বন অধিদপ্তরে বিশ্ব মেছো বিড়াল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৩ ঘণ্টা আগেহাওর উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দিন খান, সাবেক সচিব কারার মাহমুদুল হাসান, আঃ ওয়াহাব, সাবেক অতিরিক্ত সচিব ড. মো. এমদাদুল হকসহ প্রমুখ।
৬ ঘণ্টা আগেদেশের বেশ কিছু অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টিসহ মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা গতকালই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আজও তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে চলমান তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে।
৯ ঘণ্টা আগেঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর। সকালের রেকর্ড অনুযায়ী বায়ুমান সূচকে অবস্থান এগিয়ে শীর্ষ পাঁচে এসেছে। এই শহরের আজকের বায়ুমান ১৭৯, যেখানে ১৫১-২০০ হলে সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায় ধরা হয়। অন্যদিকে আজ ঝুঁকিপূর্ণ বায়ুদূষণ নিয়ে শীর্ষে রয়েছে কম্বোডিয়ার নমপেন শহর, বায়ুমান ২১৫...
১২ ঘণ্টা আগে