Ajker Patrika

উত্তরের ৪ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল শুক্রবার সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হবে। এর মধ্যে উত্তরের চার বিভাগে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের চার জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। তা অব্যাহত থাকতে পারে। 

আজ বৃহস্পতিবার রাতে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরের চার বিভাগ—রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ঝড়ো মেঘ রয়েছে। এসব এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্য বিভাগগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও, রাতের তাপমাত্রা সামান্য কমবে। তবে যে চার জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে, তা অব্যাহত থাকবে।’ 

গতকাল বুধবার (১৮ মে) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা ছাড়া বাকি সব বিভাগে কম বেশি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে ৮৩ মিলিমিটার। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাদারীপুরে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সিলেটে। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্তমানে রাজশাহী, মাদারীপুর, চাঁদপুর ও বাগেরহাট জেলা সমূহে মৃদু তাপপ্রবাহ বইছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত